কুইজে অংশগ্রহনের নিয়মাবলী :
✅যারা Website এ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে ইচ্ছুক, তাদের সকলকে অবশ্যই esastha.com এর ব্যাবহারকারী হতে হবে অর্থাৎ User Account create করা থাকতে হবে বা করতে হবে ।
✅ যারা Social media কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে ইচ্ছুক, তাদের সকলকে অবশ্যই page এর নিয়মাবলী মেনে অংশ গ্রহন করতে হবে যেমন – follower, নিয়মিত আমাদের পোস্টে কমেন্ট, লাইক,শেয়ার ইত্যাদি ।
✅ কুইজ “esastha.com” এর Website এবং Social media দেয়া হবে।
✅ একজন ইউজার শুধুমাত্র একবার উত্তর দিতে পারবেন।
✅ কোন রকম ভুয়া /Fake ব্যাবহারকারী গ্রহণযোগ্য নয় ।
✅ নির্বাচিত বিজয়ীদের সত্যতা যাচাইয়ের জন্য পরিচয় সংশ্লিষ্ট প্রমাণাদি দিতে হবে। যেমন – নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, হাতের আঙ্গুল দিয়ে বিজয়ী চিহ্ন V করে একটি সেলফি পাঠাতে হবে (যা ব্যাবহারকারীর প্রোফাইল পিকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ)।
✅ সঠিক উত্তরদাতাদের মধ্যে computer-based lottery system Comment Picker এর মাধ্যমে ১ জনকে বিজয়ী ঘোষণা করা হবে ।
✅ পুরুস্কার হিসেবে ১০০ – ৫০০ টাকার সমূল্যের ওষুধ, বিভিন্ন পণ্য, বই, কলম, গিফট ভাউচার, মোবাইল রিচার্জ ইত্যাদি পেতে পারেন ।
✅ প্রাপ্ত পুরুস্কার বিজয়ী আমদের অফিসে এসে গ্রহণ করতে পারবেন । অথবা আমাদের ডেলিভারি ম্যান দিয়েও গ্রহণ করতে পারবেন কোনরকম ফি ছাড়াই ( ডেলিভারি এলাকা আয়ত্তাধীন হলে) ।
✅ এছাড়া পুরুস্কার গ্রহনে মোবাইল ব্যাংকিং(বিকাশ,রকেট,নগদ) বা কুরিয়ার করার প্রায়জন হলে এর জন্য যাবতীয় খরচাদি বিজয়ীকে বহন করতে হবে ।
✅ পুরুস্কার গ্রহনের পরে ছবি তোলে তা আমাদের social media পেইজে tag করে Share করতে হবে ।
✅ Esastha.com সাথে সংশ্লিষ্ট কেউ বা তাদের পরিবারের কেউ এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবেন না।
✅ কোনো কারণ দর্শানো ছাড়াই প্রতিযোগিতা যেকোনো সময় স্থগিত কিংবা এর নিয়মাবলি পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধন করার সর্বস্বত্ব esastha (ইস্বাস্থ্য) কর্তৃপক্ষ সংরক্ষণ করে।