ওষুধ বৈধ ও নিবন্ধিত ডাক্তারে চিকিৎসা পত্রে আদেশ থাকতে হবে ।
আমদের মেশিন, ওষুধ (উইন্ডাল প্লাস, বুডীকর্ট, সালবুটামল ও ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড) ও মাস্ক দিয়ে নেবুলাইজেশন দেয়া হবে ।
আমাদের থেকে পার্সনাল মাস্ক (নতুন ) দিয়ে করতে চাইলে মাস্ক এর দাম প্রদান করতে হবে ।
উপরোক্ত জিনিস বাদে কিছু কিনতে হলে তার দাম প্রদান করতে হবে ।
কোন প্রকার পার্শ প্রতিক্রিয়া হলে আমদের স্বাস্থ্য কর্মী ও প্রতিষ্ঠানের কেউ দায়ী থাকবেনা ।
নেবুলাইজার কী?
শ্বাসনালি ও ফুসফুসে অক্সিজেন ও ওষুধ পৌঁছে দিতেই নেবুলাইজার ব্যবহার করা হয়। "ফুসফুসে সংক্রমণ হলে বা ওষুধ দিতে হলে নেবুলাইজারের মাধ্যমেই তা দেওয়া হয়ে থাকে। এতে কাজ হয় তাড়াতাড়ি।" এর মাধ্যমে মেডিকেটেড ভেপার নাকের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ফলে কোনো শিশু বা পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসে সংক্রমণ হলে দ্রম্নত ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করে
অনেক সময়ে নেবুলাইজার নেওয়ার পরেই রোগী ঘুমিয়ে পড়ে। এতে ভয় পাওয়ার কারণ নেই। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হলে রোগী সুস্থ বোধ করে। শ্বাসকষ্টজনিত দীর্ঘ ক্লান্তির পরে আরাম পায় বলেই ঘুমিয়ে পড়ে।
তবে নেবুলাইজারে যে ধরনের ওষুধ দেওয়া হয়। তাতে রোগীর অ্যালার্জি হচ্ছে কিনা সে দিকেও খেয়াল রাখুন।
Esastha.com
is an online health platform in Bangladesh provide doorstep services
like medicine, diagnostic tests, nursing care at home with the vision of
health for all.