Covid-19 Omicron BF.7 | Coronavirus New symptoms :
করোনার নতুন ঝলক !
চোখ রাঙাচ্ছে ওমিক্রন বিএফ.৭।
আবার নতুন এক করোনার সম্মুখীন হচ্ছে দুনিয়া। এটির নাম ওমিক্রন BF.7। এর আগে আল্ফা, বিটা, ডেল্টা হয়ে ওমিক্রনে এসে দাঁড়িয়েছে এই ভাইরাস। চিনে বিপুল গতিতে ছড়িয়েছে এই ভাইরাস, একদিনেই সাড়ে প্রায় ৩ কোটি ৭০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭-এ।
চিনের পাশাপাশি আমেরিকা-সহ ভারত, ব্রিটেন, জাপান, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়াতেও এই ভাইরাস পাওয়া গিয়েছে। ভারতেও ওমিক্রন বিএফ.৭-এ পাওয়া গিয়েছে চার জন রোগীর শরীরে ।
জেনে নিন ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ সম্পর্কে এখন পর্যন্ত সকল তথ্য-
- কী এই ওমিক্রন BF.7?
- কতটা ভয়ের এটি?
- কী কী উপসর্গ দেখা যায় ?
- এটির প্রকৃত নাম BA.5.2.1.7 । সংক্ষেপে এটিকে BF.7 বলা হচ্ছে। এটি ওমিক্রন BA.5-এর একটি সাব- ভ্যারিয়েন্ট ।
- ওমিক্রন বিএফ.৭-এ আক্রান্ত হলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় শ্বাসযন্ত্র। শ্বাসনালির উপরের অংশের উপরে প্রভাব পড়ে।
- বিএফ.৭-এ সংক্রমিত একজন রোগী একসঙ্গে ১৮-২০ জনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে।
- যাঁরা করোনা টিকাপ্রাপ্ত নন, তাঁদের সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
Covid-19 Omicron BF.7 ওমিক্রনের উপসর্গগুলিও আগের মোটামুটি আগের ওমিক্রনের মতোই।
- ঠাণ্ডা লাগা
- জ্বর
- ক্লান্তি
- মাথাব্য়াথা
- শরীরে অসহ্য় ব্য়াথা
- গলা ব্য়াথা
- সর্দি
- পাশাপাশি পেটের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত, পেট খারাপ, ডায়ারিয়ার উপসর্গ দেখা যাচ্ছে ওমিক্রন বিএফ.৭-এ আক্রান্ত হলে।
- যাঁধের রোগ প্রতিরোধ শক্তি দুর্বল, তাঁরা বেশি কাহিল হয়ে পড়তে পারেন এই ওমিক্রন সংক্রমণে।
নিজেকে এই ভাইরাসের হাত থেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?
এখন শীতের মরশুম। ঋতু পরিবর্তনের কারণে অনেকেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছেন। সাধারণ জ্বর-সর্দির সঙ্গে Covid-19 ওমিক্রন বিএফ.৭-এর উপসর্গ গুলিয়ে ফেললে মুশকিলে পড়তে পারেন।
- কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
- মাস্ক পড়ুন ।
- ভিড় এলাকা এড়িয়ে চলুন ।
- জ্বর-সর্দি হলেই বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিন .
#Covid-19 Omicron BF.7