২৪/৭ জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস। ঢাকায় মাত্র ১৫ মিনিটে এ্যাম্বুলেন্স সেবা ।এছাড়াও ঢাকার বাহিরে রোগী নেওয়া অথবা রোগী ঢাকায় আনার জন্যও আমরা এ্যাম্বুলেন্স দিয়ে থাকি। ২৪ ঘন্টা আমাদের সার্বিস দেওয়া হয়।
এসি এ্যাম্বুলেন্সে সাধারনত রোগী বা লাশের সাথে ৭/৮ জন লোক যাওয়ার সুযোগ আছে। নন-এসি এ্যাম্বুলেন্সের তুলনায় এসি এ্যাম্বুলেন্সের মান ভাল হয়। গরমের সময় এসি ব্যবাহারের সুবিধা যাতে সাধারন মানুষ ভাল থাকে এবং রোগী ও লাশের জন্য খুব ভাল।
ভেন্টিলেটর এন্ড ICU, CCU, HDU & PICU এ্যাম্বুলেন্স প্রধানত অনেক বেশি অসুস্থ রোগী পরিবহনের জন্য দেওয়া হয়। এ্যাম্বুলেন্সে ডাক্তার ও ব্রাদার থাকে তারা সবসময় রোগীর দেখা শোনা ও সেবায় নিয়োজিত থাববেন। ন্য খুব ভাল।
লাশবাহী ফ্রিজার এ্যাম্বুলেন্স সাধারনত লাশ বেশি দুরদুরন্তে পরিবহন এবং বেশি সময় সংরক্ষনের জন্য ব্যবহার করা হয়। লাশ পরিবহনে ফ্রিজার ভ্যান ব্যবহার করলে লাশের কোন প্রকার ক্ষতি হয় না। লাশবাহী ফ্রিজার গাড়ীর সাথে সর্বোচ্চ ২ জন লোক যাওয়ার ব্যবস্থা আছে।থাববেন। ন্য খুব ভাল।
Delete confirmation message