eSastha.com

নার্সিং সেবা, ফিজিওথেরাপি সেবা, হোম কেয়ার সেবা সহ যেকোন স্বাস্থ্য সেবা পাচ্ছেন ঘরে বা অফিসে বসে । যেকোন প্রয়োজনীয় সেবা পেতে কল করুন – ০১৯৯৪ ০৩২৩৬৭ ।
নার্সিং সেবা, ফিজিওথেরাপি সেবা, হোম কেয়ার সেবা সহ যেকোন স্বাস্থ্য সেবা পাচ্ছেন ঘরে বা অফিসে বসে । যেকোন প্রয়োজনীয় সেবা পেতে কল করুন – ০১৯৯৪ ০৩২৩৬৭ ।
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার

চিকিৎসায় 2023 নোবেল পুরস্কার পেলেন কাতালিন ক্যারিকো (Katalin Kariko) ও ড্রিউ ওয়েইসম্যান (Drew Weissman)

চিকিৎসায় 2023 নোবেল পুরস্কার পেলেন কাতালিন ক্যারিকো (Katalin Kariko) ও ড্রিউ ওয়েইসম্যান (Drew Weissman) ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার 2023 (physiology or medicine Nobel Prize 2023 )

কাতালিন ক্যারিকো (Katalin Kariko) ও ড্রিউ ওয়েইসম্যান (Drew Weissman) দুই বিজ্ঞানী করোনার টিকায় অবদানের জন্য চিকিৎসাবিজ্ঞানে ২০২৩ সালে নোবেলজয়ী ঘোষণা করে নোবেল কমিটি।

আজ সোমবার বিকাল পৌনে ৩টার দিকে স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ভবনে দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নোবেল প্রাইজের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়, ‘কোভিড-১৯  (Covid 19)এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ (MRNA) টিকার বিকাশে সহায়ক ‘নিউক্লিওসাইড বেস’ পরিবর্তনের বিষয়ে আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তাঁরা। এমআরএনএ কীভাবে আমাদের ‘ইমিউন সিস্টেমের’ সঙ্গে মিথস্ক্রিয়া করে সে বিষয়ে আমাদের বোধে মৌলিক পরিবর্তন এনেছেন এই দুজন। আধুনিক কালে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে টিকা আবিস্কারে অভূতপূর্ব হারে অবদান রেখেছেন তাঁরা।’

পুরস্কার

পুরস্কার হিসেবে তারা দুজনে মিলে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৮৬ হাজার ডলার ভাগাভাগি করবেন। এর পরিমাণ বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী প্রায় ১০ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা।

এর আগে ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সান্তে পাবো। বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের নিকটতম পূর্বপুরুষ হোমিনিন এবং মানব সম্প্রদায়ের বিবর্তনের জিনোম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য সান্তে পাবোকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

২০২১ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পান মার্কিন দুই বিজ্ঞানী— ডেভিড জুলিয়াস ও আরডেম পাটাপোশিয়ান। তাপমাত্রা, চাপ বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে মানুষের স্নায়ুতন্ত্র কীভাবে সাড়া দেয় তার উত্তর খুঁজে বের করায় এই বিজ্ঞানীরা নোবেল পান।

১৯০১ সালে প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয়। ১৯০১ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত সময় মোট ১১৩ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন।

 

Leave a Comment

Shopping Cart